নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জ কৃষ্ণনগর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ২৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন হয়। পদাধিকার চেয়ারম্যান সাফিয়া পারভীন সভাপতি, সহ সভাপতি ডা আইয়ুব হাসান চশমা ২৩০ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক বিডিআর গোলাপ ফুল ১৯০টি ভোট পেয়েছে। নষ্ট হয়েছে ১০ টি ভোট।
সাধারণ সম্পাদক নুর হোসেন ১৬৪ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মোটরসাইকেল ১৫৪ ভোট পেয়ে , তৃতীয় স্থান শাজাহান কবির শানু আনারস ৫৬ চতুর্থ স্থানে মনিরুল ইসলাম ছাতা ৪৯ টি ভোট। নষ্ট হয়েছে ৭ টি ভোট। ক্যাশিয়ার আলহাজ্ব মাওলানা শওকাত হোসেন টিউবওয়েল ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান রুবেল তালা ১৬২ ভোট পেয়ে,বি,এম জামাল ফুটবল ৬৬ টি ভোট পেয়েছে । নষ্ট হয়েছে ৩ টি ভোট। ২৬ সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।
প্রসঙ্গত : গত ৯ সেপ্টেম্বর তফসিল ঘোষণা, ১১ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা, ১৩ সেপ্টেম্বর জাচাই বাচাই ও প্রত্তাহার, ১৫ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ। কৃষ্ণনগর বাজার ব্যবসায়ীদের মোট ভোটার সংখ্যা ৪৭৫ টি ভোট, পোল হয় ৪৩০ টি ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক রাম কৃষ্ণ হালদার, কার্যনির্বাহী সদস্য আজিজুল ইসলাম, প্রিজাইটিং মাষ্টার দেবদাস কুমার রায়, সহকারী প্রিজাইটিং আব্দুস সালাম ও নুরুজ্জামান।
