হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ২২ তম জশনে জুলুস ঈদে এ মিলাদুন্নবী (দঃ) পালিত

নিজস্ব প্রতিনিধি :

কালিগঞ্জ কৃষ্ণনগর রামনগরে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় ২২ তম পবিত্র জশনে জুলুস ঈদে এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়।

১২ ই অক্টোবর বধুবার সকাল ১০ টা থেকে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার মাঠ থেকে রালী শুরু হয়ে শংকরপুর, বালিয়াডাঙ্গা বাজার, শাহাপুর, বেনাদনা, সোতা, হোসেনপুর, রঘুনাথপুর, কালিকাপুর হয়ে রামনগর মাদ্রাসার মাঠে জশনে জুলুস শেষ হয় এবং বাদ আছর হতে মধ্যে রাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও মিডিয়া আলোচক আলহাজ্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আল্লামা মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী, ইয়ামেন বিশ্বিবদ্যালয়ের ফারেগ আল্লামা মুফতি মহিবুল্লাহ । এছাড়া এলাকার সুন্নী ওলামেইকেরাম উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার সুপার মুফতি শাহিনুর রহমান। মাহফিল পরিচালনা করেন মাওলানা আরিববিল্লাহ আল কাদেরী।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন