নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জ কৃষ্ণনগরের রঘুনাথপুর গ্রামের শ্যালক এর আঘাতে দুলাভাই নিহত হয়। ঘটনাটি ঘটেছে ১৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর দুইটার সময় রঘুনাথপুর গ্রামের ফরজ আলীর ঘেরে তার ভাগ্নের মাছ চুরিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে ।
মৃত অবের আলী গাজী ছেলে নিহত সামছুর রহমানের (৫৫) এর বাড়ীতে তার পরিবারের সাথে কথা বলে জানা যায়, তার দুই শ্যালক ফরজ আলী গাজি (৪২) ও আহাদ আলী গাজি (৩৫) তার উপরে অতর্কিত ভাবে হামলা করে আহত অবস্থায় ফেলে চলে যায়। পরে সামছুর রহমান কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাসান জাকীর তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সামছুর রহমানের স্ত্রী মজিদা বেগম (৪৫), ছেলে মিজানুর রহমান( ৩৫), চিকিৎসাধীন আছেন।
মৃত সামছুর রহমানের ছেলে ৯৯৯ ফোন দিলে ঘটনা স্থলে কালিগঞ্জ থানা এ,এস পি সার্কেল মনিরুজ্জামান পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া মারামারিতে ব্যবহারিত দেশিও অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত সামছুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরার মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় কালিগঞ্জ থানায় মামলা প্রস্তুতি চলছিল।
