কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল বলেছেন, কৃতিত্বের স্বাক্ষর রাখতে হবে। পাথরে নয় মনে হৃদয়ে ১৯৭১ সালে বঙ্গবন্ধু প্রত্যেক মানুষের হৃদয়ে ছিলেন। তিনি কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ এনে জাতীয় কবি স্বীকৃতি দিয়েছেন। কবি লিখেছিলেন আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। কবির সেই কবিতার মত আমাদেরকে জাগ্রত হতে হবে নতুন নতুন ভালো বই পড়তে হবে। তিনি আরো বলেন প্রশাসন হচ্ছে একটি যন্ত্রের মত। তাকে জনগণ যেভাবে চালাবো সেভাবে চলবে। আমি যে কাজ কালিগঞ্জে করেছি সকলের অকুণ্ঠ সমর্থন পেয়েছি। কোথাও বাধা পায়নি সেজন্য বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক, পুনরায় নৌ রুট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছি। তিনি অনুমোদন দিয়েছেন। এক সময় না এক সময় এই বসন্তপুর নৌরুট চালু হবে। এলাকার মানুষ সুফল ভোগ করবে।
তিনি আরো বলেন রাজস্ব অফিস লাইব্রারি, খাল খনন, গৃহিনীদের প্রকল্পের মাধ্যমে গৃহ তৈরি করে দোয়াসহ অনেক ভালো ভালো কাজ করতে পেরেছি। যে কাজগুলো বাকি আছে আমার স্থানে যিনি থাকবেন তিনি সম্পূর্ণ করবেন। আমি পাথরে নাম লিখে রেখে যেতে চাই না আমি মানুষের মন এবং হৃদয়ে থাকতে চাই। তিনি ২৯ ডিসেম্বর বেলা সাড়ে বারোটায় তার সম্মেলন কক্ষে কালিগঞ্জ উপজেলার রাজস্ব অফিস লাইব্রেরীর আয়োজনে কবিতা আবৃতি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও রাজস্ব লাইব্রেরির সভাপতি নাজিবুল আলম এর সভাপতিত্বে ও অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমূখ। অনুষ্ঠানে নির্ধারিত বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ১৯৫২ সালের ভাষা আন্দোলন নয়, ১৯৬৬ সালের ৬ দফা তেই বাংলাদেশের জন্মের বীজবপন হয়েছিল।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রানার্সআপ হয় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নির্ধারিত বিষয় কবিতাপাঠ প্রক্রিয়ায় স্বাধীনতা তুমি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শাহরিন নিগার, দ্বিতীয় স্থান একই বিদ্যালয়ের সানজিদা আক্তার, তৃতীয় স্থান মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সানজিদা পারভীন। এছাড়া নির্ধারিত বিষয়ে বক্তৃতা করোনায় করণীয় প্রথম স্থান অধিকার করে কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শাহরিন নিগার।
দ্বিতীয় একই বিদ্যালয়ের শারমিন আহমেদ এশা, তৃতীয় মোজাহার মেমোরিয়াল স্কুলের সানজিদা পারভীন। বিজয়ীদের প্রত্যেকের বই ও কলম এবং ডায়েরি পুরস্কারসহ অতিথিদের ২০০১ সালে ডায়েরি উপহার প্রদান করা হয়। শেষে সঙ্গীত পরিবেশন করেন নিবিড় মেহেদী শুভ। উল্লেখ্য কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল আগামী ৫ জানুয়ারি ২০২১ কালিগঞ্জ থেকে বিদায় নিয়ে মেধাতালিকায় সরকারিভাবে স্কলার্শিপ উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য আমেরিকায় যাচ্ছেন তিনি সেখানে এক বছর থাকবেন।
s