কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর রবিবার বিকাল ৪টায় পাঠাগার কেন্দ্রে পাঠাগারের সভাপতি নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকোনুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফর উল্লাহ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পাঠাগার কমিটির সহ-সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমান, নির্বাহী সদস্য শেখ আশেক মেহেদী, সুকুমার দাশ বাচ্চু, শাওন আহম্মেদ সোহাগ প্রমূখ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, মুজিব শতবর্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১৫ই ডিসেম্বর কলেজ ও স্কুল পর্যায়ে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া লাইব্রেরীর বই ক্রয় ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।