হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত যুব প্রশিক্ষন এবং চেক প্রদান

কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

কালিগঞ্জে উপজেলা যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত (১১ ফেব্রæয়ারী) বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকার সময় কালিগঞ্জ সরকারী সদর প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে যুব প্রশিক্ষন এবং চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন অফিসার সনজিব কুমার দাশ, এর সঞ্চলনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কেন্দ্র প্রধান প্রভাষক মোঃ মহিবুল্লাহ, সভাপতি তার বক্তব্যে বলেন মুজিব শতবর্ষ উপলক্ষ্যে যুব উন্নয়ন কর্তৃক যে যুব ঋণ প্রদান করা হলো সমাজে মানুষের উপকারের স্বার্থে এবং তাদের স্বচ্ছল করার জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে ৪০ জন কে সুদ মুক্ত ঋণ প্রদান করেন।

তিনি আরও বলেন, যুবকরা সমাজের কান্ডারী এবং দেশের সম্পদ যদি যুবরা এগিয়ে আসে তাহলে শেখ হাসিনা সরকার তার অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য তা সুন্দর ভাবে বাস্তবায়িত হবে।

এজন্য যুবকদের এগিয়ে আসতে হবে। এসময় উপস্থিত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি,এম, বাবলুর রহমান, যুব উন্নয়নের ক্যাশিয়ার মেহেদী হাসান, যুব উন্নয়নের কম্পিউটার অপারেটর মোঃ আনোয়ার হোসেন। যুব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রুপ লিডার খান আব্দুর রব, শেখ ইশার আলী (আব্বাস), শেখ ফিরোজ হোসেন, বিশ্বনাথ, কামরুজ্জামান বাবু, আলমগীর হোসেন, জি,এম,সিরাজুল ইসলাম প্রমূখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন