জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ জুন বৃহস্পতিবার রাত আট টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে “টেনিস কোর্ট বৈঠক-১” অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় আরো উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়বুর রহমান, উপজেলার সকল ইউনিয়নের ট্যাগ অফিসার বিন্দু ও ইউপি চেয়ারম্যানগণ।উক্ত বৈঠকে বর্তমান করোনা ভাইরাস মোকাবেলার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।টেনিস কোর্ট বৈঠক-১ এ নিম্মোক্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে-
১)সকল ইউনিয়নে লকডাউন কার্যকর করতে ৪৩২ সদস্যের ওয়ার্ড কমিটি ও সকল ইউনিয়নের ট্যাগ অফিসারকে আরও সক্রিয় হতে হবে। ইউনিয়ন ট্যাগ অফিসারগণ প্রতিদিন একবার ওয়ার্ড কোয়ারেন্টিন কমিটি ও ওয়ার্ড ট্যাগ অফিসারের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নিতে হবে এবং সেই সাথে দিকনির্দেশনা দিতে হবে। করোনা রোগী সম্পর্কিত উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক জাতীয় নীতির আলোকে প্রণীত ৩ পৃষ্ঠার নিয়ম নীতি জারী করে সে বিষয়ে বুঝিয়ে দিবেন।
২) লকডাউন বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সামাজিক ভাবে সকলকে এগিয়ে আসতে হবে। এজন্য জনসাধারণকে উজ্জীবিত করতে হবে।
৩) প্রতিটি ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সকল সদস্যদের মডিউলে ট্যাগ অফিসার ও ওয়ার্ড কমিটিকে প্রশিক্ষণ দিতে হবে।
৪) সম্মিলিত প্রচেষ্টায় করোনা ভাইরাস বিস্তার রোধে সকলে প্রতিজ্ঞা বদ্ধ হন।
৫) ট্যাগ অফিসারদের কর্মকান্ড বিবেচনা করে ২ মাস পরপর এলাকা পরিবর্তন করে পর্যায়ক্রমে সকলকে ট্যাগ অফিসারের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়।