হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলা আইনশৃঙখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (৩ জানুয়ারী) রবিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফুরুল আলম বাবু, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, দক্ষিন শ্রীপুর চেয়ারম্যান প্রশান্ত সরকার, বিষ্ণপুর চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, চাম্পাফুল চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মুথুরেশপুর চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, রতনপুর চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, কৃষ্ণনগর চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী, নলতা প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তি, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ প্রমুখ।

সভায় বিষ্ণপুর ইউনিয়নে সঞ্জয় এর জমি একই এলাকার আবু আসলাম লাল্টু তার লোকজন দিয়ে জবর দখলের বিষয়টি দক্ষিন শ্রীপুর চেয়ারম্যান প্রশান্ত সরকার ও বিষ্ণপুর চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন উপস্থাপন করে।

বিরধীয় জমি নিয়ে অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা মকদ্দমা থাকায় বিষয়টি নিস্পত্তি না হওয়া পর্যন্ত সঞ্জয় এর দখলে থাকবে। সভায় কালিগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিধান্ত গ্রহীত হয়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন