হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ উপজেলা আইনশৃংঙ্খলা কমিটির ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ অক্টোবর সকাল ১০টায় উপজলা আইনশৃংঙ্খলা কমিটি সভা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রোকনুজ্জামান, কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ মাহবুর রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শরিফা খাতুন, বসন্তপুর বিওপির কোম্পানী কমান্ডার মোঃ আতাউর রহমান, খড়মি বিওপির কোম্পানী কমান্ডার ফিরোজ সিকদার, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রোকেয়া মুনসুর মহিলা কলেজের ক্রীড়া প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান, কালিগঞ্জ সরকারী স্কুলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল হাসান প্রমূখ।

সভায় কালিগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠানের জন্য আইনশৃংঙ্খলা সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন