হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা ও শ্রেষ্ঠ সমবায় সমিতি কে সম্মাননা প্রদান

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ৫০ তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

এরপর উপজেলা অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার র‌বিউল ইসলা‌ম এর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈ‌য়েবুর রহমান। আলোচনা সভায় শংকরপুর বন্ধন সমিতির নির্বাহী পরিচালক আলমগীর হোসে‌নের পরিচালনায় আলোচনা সভায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপ‌তি শেখ আ‌নোয়ার হো‌সেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কা‌লিকাপুর একতা সমবায় স‌মি‌তির সভাপ‌তি ফারুক হো‌সেন, প্রত্যয় সমবায় স‌মি‌তির নাজমুল হুদা প্রমুখ।

অনুষ্ঠানে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ১৪ টি শ্রেষ্ঠ সমবায় সমিতি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মী, কর্মকর্তা ও আমন্ত্রীত অতিথিবৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন