হোম খেলাধুলা কালিগঞ্জে ৪ দলীয় ফুটবল খেলায় পিডিকে মিতালী সংঘ জয়ী

কালিগঞ্জে ৪ দলীয় ফুটবল খেলায় পিডিকে মিতালী সংঘ জয়ী

কর্তৃক Editor
০ মন্তব্য 146 ভিউজ

সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ (সাতক্ষীরা) :

কালিগঞ্জ উপজেলা পিডিকে মিতালী সংঘের আয়োজনে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে ২য় খেলায় পিডিকে মিতালী সংঘের ১-০ গোলে কাশিবাটী ফুটবল একাদশ কে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় পিডিকে ফুটবল মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে কাশিবাটী ফুটবল একাদশ ও পিডিকে মিতালী সংঘের মধ্যে টান টান উত্তেজনা পূর্ন ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার ২য় অর্থে পিডিকে মিতালী সংঘের স্টাইগার এনামুল হোসেন এক মাত্র গোলাটি করেন। এর আগে খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহছান, এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাছুম বিল্লাহ সুজন, পিডিকে মিতালী সংঘের কর্মকর্তা প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক, খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন বাবু, সোহাগ, মঞ্জু, খেলাটি ধারা বর্ণনায় ছিলেন ইসমাইল হোসেন মিলন, টুনামেন্টের ফাইনাল খেলা আগামী ১৫ অক্টোবর শ্যামনগর ফুটবল একাডেমী ও পিডিকে মিতালী সংঘের মধ্যে অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন