হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে সমাজসেবা অফিসের উদ্যোগে অনুদানের চেক বিতরণ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

কালিগঞ্জে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজন ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুন) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সভাকক্ষে ৩৩ জন রোগীকে মোট ১৬. ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সুফলভোগীর নিকটজন।

কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে জেলা সমাজসেবা অধিদপ্তরে রোগীদের আবেদনের প্রেক্ষিতে এই অনুদান প্রদান করা হয়। অন্যান্য রোগীদের মত সাতক্ষীরার আঞ্চলিক ভাষার কবি বয়বৃদ্ধ বাবর আলী সরদার কে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়। তার বাড়ি কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড রোগে ভুগছেন। বর্তমান তিনি মারাত্মক অসুস্থ অবস্থায় জামাইয়ের বাড়িতে থেকে চিকিৎসাধীন আছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন