হোম ফিচার কালিগঞ্জে শ্যালকের শাবলের আঘাতে আপন ভগ্নিপতি হত্যার মূল আসামী গ্রেফতার

সংকল্প ডেস্ক :

সাতক্ষীরার কালগিঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে মাছ চুরিকে কেন্দ্র করে শ্যালকের হাতে ভগ্নিপতী হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ আহাদ আলী গাজীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (১৮ সেপ্টেম্বর) র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে যশোর জেলার মনিরামপুর থেকে তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত : মাছ চুরিকে কেন্দ্র করে সাতক্ষীরার কালগিঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ সামছুর গাজী শ্যালকের শাবলের আঘাতে নিহত হন। গত ১৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১৩.৩০ ঘটিকার সময় ভিকটিমের সাথে তার শ্যালকদের কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিম এর বড় শ্যালক ১নং আসামী মোঃ ফজর আলী এবং ছোট শ্যালক ২নং আসামী মোঃ আহাদ আলী গাজী শাবল দিয়ে ভিকটিমের মাথায় এবং গায়ে এলোপাথাড়ি আঘাত করে। এছাড়াও তারা ভিকটিমের স্ত্রীকেও আঘাত করে গুরতর জখম করে। পরর্তীতে ভিকটিমকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ সামছুর গাজীকে মৃত ঘোষনা করেন। এঘটনায় ভিখটিমের ছেলে বাদী হয়ে সাতক্ষীরা কালীগঞ্জ থানায় ০৬ জন সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন যা এলাকাবাসীর মনে চাঞ্চল্য এবং উদ্বেগের সৃষ্টি করে। এরই ধারবাহিকতায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল আসামীদের আইনের আওতায় আনার জন্য গোপনে ছায়া তদন্ত শুরু করে এবং তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রাখে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সাতক্ষীরা এর আভিযানিক দল জানতে পারে যে, এই চাঞ্চল্যকর হত্যা মামলার ২নং আসামী মোঃ আহাদ আলী গাজী (৪০) যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় আত্মগোপন করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সামছুর গাজী হত্যার ঘটনার মূল হোতা মোঃ আহাদ আলী গাজী (৪০), সাং- রঘুনাথপুর, থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ আহাদ আলী গাজী (৪০) উক্ত হত্যার সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা জানায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন