হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে বিলগুল্লি ফারুক হোসেনের মৎস্য ঘের তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি, মৎস্য কর্মকর্তার সাহায্য কামনা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলায় গত তিন দিনে অতি বর্ষনে নি¤œ অঞ্চল প্লাবিত হয়েছে। যার ফলে উপজেলার শত শত মৎস্য ঘের, পুকুর, ক্ষেতের সজ্জ্বি তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক স্থানে জলাবদ্ধতা নিরসণে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালের নেট পাটা অপসারণ করেছে।

উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের মোঃ জিয়াত আলীর পুত্র মৎস্য ব্যবসায়ী ফারুক হোসেন জানান, গত ৩ দিনে প্রবল বর্ষনে তার বিলগুল্লি মৌজায় ২৯ বিঘা জমি হারী নিয়ে দীর্ঘদিন মৎস্য চাষ করে আসছে। বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে বর্তমান মৌসুমে মৎস্য ঘেরে বাগদা, গলদা, রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলো। প্রবল বর্ষনে ঘের তলিয়ে গিয়ে তার লক্ষ লক্ষ টাকার মাছের ক্ষয় ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী ফারুক হোসেন তার একমাত্র আয়ের উৎস্য অবলম্বন মৎস্য ঘের ডুবে গিয়ে ঘের ক্ষতিগ্রস্থ হওয়ায় উপজেলা মৎস্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাহায্য কামনা করেছে। এছাড়া ফারুক হোসেনের মত শত শত মৎস্য ঘের মালিকের ঘের ডুবে গিয়ে মাছের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন