হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করলেন উপজেলা চেয়ারম্যান

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। চলতি অর্থ বছরের বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষায় প্লাবিত ধানক্ষেতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ প্রমুখ। একই দিনে উপজেলা রাজস্ব অফিসের পুকুরে মাছের পোনা মুক্ত করেন কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজাহার আলী।

এসময়ে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান প্রমুখ। কালিগঞ্জ উজেলায় ৫’শ২০ কেজি কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য অবমুক্ত করণে সঞ্চালনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধীবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন