কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়ন ও সোনার বাংলা যুব সংঘের আয়োজনে ও নবযাত্রা প্রকল্প ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর অনুপ্রেরণায় ২৩ শে মার্চ কালিগঞ্জ বাল্য বিবাহ মুক্ত উপজেলা উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কিাল ৪টায় কলিযোগা তেতুল তলা মাঠ প্রাঙ্গণে বাল্য বিবাহ মুক্ত উপজেলা উদযাপন অনুষ্ঠানে কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় অনুষ্ঠানে মোবাইল কনফান্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্ডকার রবিউল ইসলাম, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে মোবাইলের মাধ্যমে শুভেচ্ছা অনুভুতি প্রকাশ করেন তৎকালীন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুর বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার আশেক বিল্লাহ, সোনার বাংলা যুব সংঘের সভাপতি আনিছুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের ব্যুরো প্রধান আশেক মেহেদী।
কিশোরী দলের সভাপতি হাজেরা ইসলাম, অনুষ্ঠানে দূর্যোগ এবং বাল্য বিবাহ বিষয়ক ভিডিও প্রদর্শন করেন নবযাত্রা প্রকেল্পর উৎপলা মন্ডল প্রমূখ। অনুষ্ঠানে বাল্য বিবাহের কূফল বিষয়ে একটি নাটিকা উপস্থাপন করেন কিশোরী দলের সদস্যরা। বক্তারা বলেন ২০১৫ সালের ২৩ শে মার্চ তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ এর ঐকান্তিক প্রচেষ্টায় কালিগঞ্জ উপজেলাকে বাংলাদেশের মধ্যে প্রথম বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়।
সেই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। বাল্য বিবাহ প্রতিরোধে ও নিমূলে সমাজে সর্ব স্তরের মানুষ কে এগিয়ে আসতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে এলাকার কয়েক শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।