কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
১৫ তারিখ শনিবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কালিগঞ্জ(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) বলেন বাংলাদেশের মধ্যে প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা সাতক্ষীরার কালিগঞ্জ, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন সজাগ রয়েছে।সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। উপস্থাপক সজীব দত্ত জানান অনুষ্ঠান টি গত ০৬ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী ২৯ জানুয়ারি শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, ও আমার গ্রাম আমার শহর শিরোনামে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিমা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, ইউপি সদস্য মাহফুজা খানম, কালিগঞ্জ সরকারি মডেল স্কুলের সিনিয়র শিক্ষক কে এম মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ, সংগীত শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির দত্ত, মিশন মহিলা উন্নয়ন সংস্থার দিলরুবা খাতুন, মনোয়ারা খাতুন, শেখ আব্দুল্লাহ, নাট্য অভিনেতা নয়ন দাস, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরমা দাস, ফারিয়া তাবাসসুম তরু, সান্তনা, পাখি, প্রমুখ।