হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে ফুলতলা মোড়ে অসুস্থ্য গরু জবাইয়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

কালিগঞ্জে ফুলতলা মোড়ে অসুস্থ্য গরু জবাইয়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

কর্তৃক Editor
০ মন্তব্য 180 ভিউজ

কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

কালিগঞ্জের ফুলতলা মোড়ে গরুর মাংস পট্টিতে অসুস্থ্য গরু জবাইয়ের সময় হাতে নাতে আটক করেছে জনতা। পরে অসুস্থ্য গরু জবাইয়ের অপরাধে খাদ্য সুরক্ষা আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টার দিকে বাজার গ্রাম রহিমপুর দেলবার হোসেনের ছেলে লুৎফর রহমান, তার মাংসের দোকানে সকালে নিজেদের স্থানে অসুস্থ্য গরু জবাই করে বাজার গ্রামের আব্দুল গফফার ছেলে জাহাঙ্গীর হোসেন।

গরু জবাই করার সময় জনৈক ব্যাক্তি ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে কালিগঞ্জ থানার এসআই সেলিম রেজা পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসে। তার আগে কসাই দার জাহাঙ্গীর ও লুৎফার কৌশলে গা ঢাকা দেয়। এসময় পুলিশ কশাইখানার শ্রমিক আব্দুল কাদের জিলানী (২৫), কে আটক করে। এ সময় স্থানীয় জনতা জবাই কৃত গরুর মাংস দেখতে ভিড় জমায়। এদিকে ঘটনাস্থলে উপস্থিত হন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজিবুল আলম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান ও থানা পুলিশ।

এসময় বাজারগ্রামের গ্রামের লুৎফর, রহমানের ছেলে কশাইদারের সহযোগী আব্দুল কাদের জিলানী জানান, গরুটি ভোরে বাসের ধাক্কায় অসুস্থ্য হয়ে পড়লে সাথে সাথে জবাই করা হয়। মৎস্য ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদ, জানায় জাহাঙ্গীর হোসেন মরা গরু জবাই করেছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থা করতে হবে। বাজার গ্রামের মৃত শেখ আব্দুল মজিদের ছেলে বাস ড্রাইভার আবদুল মুহিত জানায় ইতিপূর্বে ফুলতলায় গরুর মাংসের দোকানে এ পর্যন্ত চার চারটি ঘটনা ঘটেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজিবুল আলম জানায়, মরা গরু কি অসুস্থ্য গরু পোষ্ট মাডামের জন্য প্রাণী সম্পদ অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। প্রমান পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থ গরু জবাই করার অপরাধে খাদ্য সুরক্ষা আাইনে তাদের কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন