কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে বিশাল এক ধর্মীয় আনন্দ র্যালী, মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শনিবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার মাঠ প্রাঙ্গন থেকে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে এক বিশাল আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় আল্লাহু আকবর ও ইয়া রাসুলুল্লাহ ধ্বনিতে সমগ্র এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে উপজেলা পরিষদ মাঠে এক মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন কমিটির সভাপতি ও মথুরেশপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও প্রফেসর মাওঃ মোঃ আয়ুব আলীর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওঃ আবু সাঈদ (রংপুরী), উপজেলা জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওঃ আকরাম হোসাইন, নলতা কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার ভাইচ প্রিন্সিপাল মাওঃ মোঃ রমিজ উদ্দীন, নরহরকাটী জামের মসজিদের খতিব হাফেজ মাওঃ আব্দুস সাত্তার ও মাওঃ কামরুল ইসলাম আশেকী প্রমূখ।
বক্তারা আল্লাহ’র প্রিয় হাবিব দোজাহানের বাদশা নবী হযরত মুহাম্মাদ (সঃ) জন্ম বৃত্তান্ত নিয়ে আলোকপাত করেন এবং সবাইকে হুজুরের আদর্শ গ্রহণ করার আহবান জানান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ মাহাবুবুর রহমান ও নাতে রাসুল পাঠ করেন মাওঃ মাহাবুবুর আলম। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আবু সাঈদ জিহাদী। পরে সকলের মাঝে তাবারুক বিতরণ করেন।