হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দুই নারীকে পারপিট

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পূর্ব পানিয়া গ্রামে জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে মামাতো ভাই কতৃক সন্ত্রাসী কায়দায় ফুপাতো বোনদের কানের সোনার দুল ছিড়ে নেওয়ানহ তার পুত্র বধুকে বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গছে। ঘটনাটি ঘটেছে ১৬ এপ্রিল শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার পূর্ব পানিয়া গ্রামে। এঘটনায় কালিগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। মারাত্বক আহত দুই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে পরিবারের সদস্যরা। পানিয়া গ্রামের ইসমাইল গাজীর ছেলে মোঃ কহিনূর গাজী জানান, পূর্ব পানিয়া গ্রামের মোঃ আব্দুর রহমান শিকারী স্ত্রী মোছাঃ কদবানু খাতুন ও তাদের ছেলে মোঃ আবুল কাশেম শিকারী, মোঃ মোকছেদ আলী শিকারী, মোঃ মজিদ আলী শিকারী, শাহাদাৎ শিকারী ফুপাতো বোনদের ফারাজী অংশের জমি বুঝে না দিয়ে তাদের চলাচলের পথ বন্ধ করে তাদেরকে গৃহবন্ধী করে রাখে। মামাতো ভাই গং জমি জবর দখল করে রাখায় ফুপাতো বোন সাফিয়া খাতুন ফারাজী জমির হিসাব চাইতে গেলে মামাতো ভাইরা ক্ষিপ্ত হয়ে ফুপাতো বোন সাফিয়া খাতুন (৪৫), ও তার পুত্র বধু রুবিনা (২৫) বেদম প্রহর করে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন