আব্দুল্লাহ আল মামুন:
সাতক্ষীরার কালিগঞ্জে ফজিলা খাতুন (৮৫) নামের বৃদ্ধার ছাদ থেকে পা পিছলে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় কালিগঞ্জ থানাধীন নলতা ইউনিয়নের বাগনলতা গ্রামের মৃত মোহাম্মাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন (৮৫) ১ তলা বিশিষ্ট বাড়ির ছাদে কাপড় রোদে দিতে গেলে পা পিছলে তলায় পড়ে মৃত্যু হয় তার।
প্রত্যক্ষদর্শী বাগনলতা গ্রামের মোঃ জসিম জানান, দাদী (ফজিলা খাতুন) প্রতিনিয়ত ছাদে ওঠেন কাপড় রোদে দেওয়ার জন্য। তার সাত মেয়ে, কোন ছেলে নেই। অনেক বয়স হওয়াতে দাদীর শরীর কাঁপে ও দেখে দূর্বল মনে হতো। বাড়ির পাশে এক মেয়ের বাড়ির ছাদে আজ সকাল ১১ ঘটিকায় কাপড় রোদে দিতে গেলে পা পিছলে তলায় পড়ে মৃত্যুবরণ করেন তিনি।”
এলাকাবাসী মোঃ শারাফাত জানান, বৃদ্ধার যথেষ্ট বয়স হয়েছে, নিজের কাজ নিজে করতেন দেখেছি। ছাদ থেকে পড়ে তার মাথা ফেটে অধিক মাত্রায় রক্তক্ষরণ হয়েছে।ঘটনাটি ঘটার পরপরই আমরা ডাক্তার নিয়ে আসি, তবে ডাক্তার এসে বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।”
শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় এ বিষয়ে কোন মামলা দায়ের করা হয়নি।