হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ খাদ্য মন্ত্রনালয় মুজিব বর্ষে কোভিট-১৯ এর স্বাস্থ্য বিধি অনুস্বরণ করে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষ্যে বুধবার (১৩ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলার নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমানের, সঞ্চালনায় সেমিনারে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন।

এছাড়া খাদ্য উৎপাদন, খাদ্য আমদানি প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপনন ও বিক্রয় সংশ্লিষ্ট এবং ততলক্ষ্যে একটি কার্যকারী পদক্ষেপ নিরাপদ খাদ্য ল্যাবরেটরী সাতক্ষীরায় কাজ করবে।

হোটেল রেস্তরা, মাংস, মৎস্য, ফল ও সবজি ব্যবসায়ী, কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী কর্মকর্তা খাদ্য উৎপাদন ও বিপনন সংশ্লিষ্ঠ ব্যাক্তিবর্গকে নিয়ে প্রশিক্ষনের আয়োজন করা হবে।

সেমিনারে আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধীক অধ্যাঃ গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোয়াজ আবরার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সেপেক্টর আব্দুস সোবহান, শহীদ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সেক্রেটারী এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, উপজেলা সমাজসেবা অফিস সহকারি তৈয়েবুর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, নলতা ইউপি সচিব কামরুল হাসান বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন