জাহাঙ্গীর আলম,কালিগঞ্জ :
সাতক্ষীরা কালিগঞ্জে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কুশুলিয়া ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের উদ্যোগে গনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই রবিবার বিকাল ৫ টায় উপজেলা সদরের ফুলতলা, কলেজ মোড় ও ডাকবাংলা এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সচেতনতামূলক কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সিফাত উদ্দিন,বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল,উপজেলা করোনা এক্সপার্ট টিমের সদস্য এসএম,আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু, করোনা এক্সপার্ট টিমের মিডিয়া সমন্বয়ক শেখ আতিকুর রহমান, কুশুলিয়া ইউনিয়নের টিম লিডার মাহামুদুর রহমান হাসানসহ এক্সপার্ট টিমের ২০ জন সদস্য অংশগ্রহণ করে।
একই সময় পথচলতি যাত্রী সাধারণ, ব্যবসায়ি ও ক্রেতাদের করোনা প্রতিরোধে মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।