হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

কালিগঞ্জে উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কর্মশালা। বুধবার (৩১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

স্বাগত ববক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের উপজেলা কর্মকর্তা আশিক বিল­াহ, উপজেলা পানি ব্যবস্থাপনা কমিটি, ওয়াটসান কমিটি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর মধ্যে সমন্বয় ও কার্যকর যোগাযোগ স্থাপনা বিষয়ক কর্মশারায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, ধলবাড়ীয়া চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কুশুলিয়া চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, চাম্পাফুল চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, রতনপুর চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, মথুরেশপুর চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মৌতলা ইউপি সচিব মহাসীন কবির, বিষ্ণুপুর ইউপি সচিব জয়দেব কুমার, ওয়াটসন কমিটির আজিবর রহমান, মোস্তাফিজুর রহমান, গৌরপদ দাশ বাচন, আজগর হোসেন প্রমুখ। অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহন করেণ পানি ব্যবস্থাপনা, ওয়াটসন্ কমিটি ও স্থানীয় গনমাধ্যমকর্মীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালিগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমীর সেক্রেটারী সুকুমার দাশ বাচ্চু। কর্মশালার মাধ্যমে দুর্যোগবন স¤প্রদায়ের সক্ষমতা বাড়ানো প্রকল্পের মাধ্যমে মেগা ফোন, ফাস্ট এইড বক্স, হাতে টানা রামকড়াত প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন