হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে উত্তর রঘুনাথপুর জমি জায়গা সংক্রান্ত বিরোধে অন্তসর্ত্ত গৃহবধু সহ আহত-৩

কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর মোল্লার হাট গ্রামে জমি জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাবলু হায়দার বাবু গংদের নেতৃত্বে আমজাদ হোসেন এর ছেলে ও ছেলের আন্তসর্ত্তার বৌদের অমানষিক নির্যাতন ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৭ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তর রঘুনাথপুর মোল্লার হাট গ্রামে। আহতদের ৩জনকে গ্রামবাসিরা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করেছে।

আহতরা হলেন উত্তর রঘুনাথপুর গ্রামের আমজেদ হোসেন এর ছেলে ইয়াহিয়া তরফদার ওরফে সাদ্দাম (২৮), ও তার অন্তসর্ত্তা স্ত্রী মরিয়াম খাতুন (২০), ইকবাল হোসেন এর অন্তসর্ত্তা স্ত্রী তহমিনা খাতুন (২২)।

এদের মধ্যে তহমিনাকে আসংঙ্খা জনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আমজাদ হোসেন বাদী হয়ে উত্তর রঘুনাথপুর গ্রামের শহর আলীর পুত্র বাবরু হায়দার (৩২), শাহাদাৎ আলী গাজীর পুত্র মোশারফ হোসেন ওরফে সাগর (৩০), মিলন হোসেন (২৫), আবুল বাশার গাজীর পুত্র বাদশা (২৪), মৃত গোলাপ রহমান গাজীর পুত্র দাউদ গাজী (৫০), ও মনসুর আলী (৪৫), শাহাজান গাজীর পুত্র সাইদুল (৩৫), দাউদ গাজীর পুত্র জোবায়ের গাজী (২০), ও ইমরান গাজী (২৭), মৃত রহিম বক্স গাজীর পুত্র আবুল বাশার গাজী (৫০), শাহাদাৎ আলী গাজী (৫৫), ১১জন এজাহার নামীয় ও অজ্ঞাত ব্যাক্তিদের অভিযুক্ত করে থানায় এজাহার দিয়েছে।

থানায় অভিযোগের ভিত্তিতে থানা সেকেন্ড অফিসার তরিকুল ইসলাম, এসআই গোবিন্দ আকর্ষন ও এএসআই রাসেল সঙ্গীয় পুলিম ফোর্স নিয়ে এলাকা থেকে অভিযুক্ত দাউদ আলী গাজী ও ইমরান হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এজাহার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে এজাহার নামীয় অভিযুক্ত বাবলু হায়দার বাবু সহ দলবল নিয়ে সর্জ্জিত হয়ে আমজাদ হোসেনের দখলীয় জমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে জমির ঘেরা বেড়া কাটাসহ বিভিন্ন প্রকার সবজির ক্ষেত নষ্ট করে।

তখন আজজাদ এর পুত্র বধু ৫ মাসের অন্তসর্ত্তা তহমিনা খাতুন বাধা দিলে তার পেটে লাথির মারলে তাহমিনা খাতুনের রক্তক্ষরণ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় রেফার করা হয়। এছাড়া আমজেদ হোসেন এর ছেলে ইয়াহিয়া তরফদার ওরফে সাদ্দাম ও তার অন্তসর্ত্তা স্ত্রী মরিয়াম খাতুন (২০) কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন