হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের পরিচয়পত্র প্রদান

কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের পরিচয়পত্র প্রদান

কর্তৃক
০ মন্তব্য 91 ভিউজ

জাহাঙ্গীর আলম,কালিগঞ্জ :

কালিগঞ্জ উপ‌জেলার মথুরেশপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের আলোচনা সভা ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন করোনা এক্সপার্ট টিম লিডার ইমরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন। তিনি বক্তব্যে বলেন, গোটা বিশ্বে একটি অদৃশ্য এবং অজানা মরণব্যাধি ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়াই করছি। তাই করোনা প্রতিরোধ ও প্রাদুর্ভাব-জনিত পরিস্থিতি মোকাবেলায় সরকার জনগণের পাশে আছে।

এই দুর্যোগময় পরিস্থিতিতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা বিষয়ক সার্বিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি করোনা এক্সপার্ট টিম সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছেন। nতাই করোনা প্রতিরোধ সহ অন্যান্য দুর্যোগ প্রতিরোধে স্বচ্ছতা ও ভূমিকার মাধ্যমে আরো প্রমাণ করবেন আপনারা করোনা যোদ্ধা।

এসময় উপস্হিত ছিলেন ইউপি সদস্য কলিম গাজী, শহিদুল ইসলাম বদ্রুসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টিমের সদস্যবৃদ। আলোচনা সভা শেষে করোনা এক্সপার্ট টিমের সদস্যদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের স্বাক্ষরিত অস্হায়ী পরিচয়পত্র ও সমাজসেবক হাসেম আলীর দেওয়া ৩৫ পিচ কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করেন। এসময় ইউপি চেয়ারম্যান করোনা এক্সপার্ট টিমকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন