কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার ০২ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ০৪ ওয়ার্ডের সদস্য শেখ সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় হোগলা মোড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউনুস আলী মোড়লের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ, সাংবাদিক তাপস কুমার ঘোষ, আইনজীবী সহকারি শামসুর রহমান মোড়ল, সহিদুর রহমান শহিদ, আব্দুল হান্নান সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ। মানববন্ধনে অংশ গ্রহণকারী স্থানীয় আওয়ামীলীগ নেতা ইউনুস আলী মোড়ল ও বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ বলেন- ইউপি সদস্য শেখ সিদ্দিক নির্বাচনের আগে মুদি দোকানদার হিসাবে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বর্তমানে সে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকার মালিক হয়ে গেছে।তার ওয়ার্ড এ একই পরিবারে স্বামীর নামে ১০ টাকা কেজি দরের রেশন কার্ড ও স্ত্রীর নামে বয়স্ক ভাতার কার্ড। কয়েকজন বয়স্ক ভাতা কার্ডধারী মৃত ব্যক্তির নামে টাকা উত্তলোন করে গত ১থেকে ২ বছর মেম্বর নিজে আত্নসাত করে আসছে। এবং ভারতে বসবাসকারী ব্যক্তির নামেও কার্ড আছে।এসব দুর্নীতি ও অনিয়মের প্রতিকার চেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ দেওয়া হয়েছে।এ ব্যাপারে প্রতিকার চেয়ে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধন এ আংশগ্রহনকারী এলাকাবাসী।