হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জের পল্লীতে রেকর্ডীয় জমির মাটি কাটার অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলা খারহাট এলাকায় আকছেদ আলীর রেকর্ডীয় জমির উপর দিয়ে চলাচলের পথ মাটি ভরাট করে রাস্তা নষ্টের অভিযোগ পাওয়া গেছে।

এবিষয়ে খারহাট গ্রামে মৃত বাজতুল্লাহ গাজীর ছেলে আকছেদ আলী একই গ্রামের শেখ ছবেদ আলীর ছেলে শেখ মুজিবর ও দাঁদপুর গ্রামে অজিত আলীর ছেলে সাঈদের বিরুদ্ধে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা গেছে আকছেদ আলীর রেকর্ডীয় জায়গার উপর দিয়ে এলাকার মানুষ চলাচলের সুবিধার জন্য পায়ে চলার পথ দেয়। পায়ে চলতে চলতে রাস্তাটি প্রস্বস্ত হওয়ায় সাঈদ ও মুজিবর গং আকছেদ আলীর জমির এলাকায় মাটি কেটে গভীর করে নিজের আর্থিক সুবিধা ভোগ করছে। এব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুদৃষ্টি কামনা করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন