হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ০৪ দিন ব্যাপি  করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক কার্যক্রম উদ্বোধন।

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ০৪ দিন ব্যাপি  করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক কার্যক্রম উদ্বোধন।

কর্তৃক
০ মন্তব্য 99 ভিউজ
জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ :
করোনা ভাইরাস প্রতিরোধে কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ৪দিন ব্যাপি সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম (KCET) এর দিকনির্দেশনায় মথুরেশপুর করোনা এক্সপার্ট টিমের উদ্যোগে এবং ধলবাড়িয়া করোনা এক্সপার্ট টিমের সহযোগিতায় প্রথম দিনের কার্যক্রম পরিচালিত হয়। এসময় উপস্হিত ছিলেন উপ‌জেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের সদস্য এস,এম আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু, মথুরেশপুর ইউনিয়নের দফাদার আব্দুর রব ছট্টু, গ্রাম পুলিশ শওকাত হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন করোনা এক্সপার্ট টিম লিডার আবু সেলিম বাবু , মথুরেশপুর ইউনিয়ন টিম লিডার ইমরান আলী, সহঃ টিম লিডার ফরিদুল কবির, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সচেতনতামূলক কার্যক্রমে মথুরেশপুর ও ধলবাড়িয়া ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের প্রায় ৩০জন সদস্য অংশগ্রহণ করে। তারা বাজারে মাস্ক ছাড়া কেউ কেনাবেচা না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন