কালিগঞ্জ প্রতিনিনধি:
কালিগঞ্জের পশ্চিম নলতা গ্রামে ২ জন করোনা পজেটিভ হওয়ার ২৫জুন বৃহস্পতিবার বিকাল পাঁচটায় কয়েকটি বাড়ি লকডাউন করা হয়।কালিগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর নির্দেশে কালিগঞ্জ থানার কুইক রেসপন্স টিম করোনা পজেটিভ কাশিনাথ দাস(৬২), পিতা- মৃত তারেক চন্দ্র দাস, ও স্নিগ্ধা দাস(২০), পিতা- কাশিনাথ দাস এর বাড়িরসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেন।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই মানবিক পুলিশ অফিসার এমদাদুল হক,এসআই সালাউদ্দিন, এসআই রাসেল ও স্থানীয় গ্রাম পুলিশ। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এ সময় সকলকে সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করা এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন। একই সাথে এলাকার অন্য কেউ যেন করোনা সংক্রমিত না হন, সে ব্যাপারে এলাকাবাসীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।এবং কালিগঞ্জ থানা প্রশাসন আপনাদের প্রয়োজনে সর্ব সময় পাশে থাকবে।