হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জের কৃষ্ণনগরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

কালিগঞ্জের কৃষ্ণনগরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 96 ভিউজ

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় পরিবারের মাঝে কালিগঞ্জ জামিয়া এমদাদিয়া তালিমুল কুরআন মাদ্রাসা ও এমদাদিয়া কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বুধবার সকালে স্থানীয় মোক্তার আলীর দোকানের সামনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও এমদাদিয়া কল্যাণ সংস্থার সভাপতি পীরে কামেল হযরত মাওলানা আলহাজ্ব আল্লামা অজিহুর রহমান। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, দৈনিক দৃষ্টিপাত কালীগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, সমাজ সেবক রবিউল্লাহ বাহার, অধ্যাপক আকরাম হোসেন, আব্দুল ওয়াহেদ, নুর মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আজমল হোসেন, আবদুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাক্তার মোক্তার হোসেন, মুফতি আতিকুর রহমান, হাফেজ মোঃ হাবিবুর রহমান, হাফেজ আব্দুল মজিদ, শিক্ষক আব্দুল মঈন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে চাউল ১০ কেজি , আলু ০৫কেজি, ডাউল০২ কেজি, সয়াবিন তেল ০২ লিটার,০১প্যাকেট লবণ,০১টি সাবান ও ০১ টি মাস্ক বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন