কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে বাহিরে থেকে আগত ব্যক্তিদের ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে। প্রাপ্ত সূত্র জানা যায়, কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের কাঞ্চি প্রসাদ ঘোষের পুত্র রাহুল ঘোষ ১৬জুন ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে।
একই গ্রামের শ্যামল ঘোষ ও তার স্ত্রী কাকলি ঘোষ এবং দিলিপ ঘোষের ২পুত্র প্রশান্ত ঘোষ ও সুশান্ত ঘোষ ভারত থেকে গ্রামে আসে।
এছাড়া একই গ্রামের মিলন হোসেন তার স্ত্রী শিল্পিকে নিয়ে চট্টগ্রাম বাড়িতে আসে।ইউনিয়ন করোনা এক্সপার্ট টিম লিডার শেখ মাহামুদুর রহমান হাসান বিষয়টি নিশ্চিত হয়ে কুশুলিয়া ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সহকারী টিম লিডার মো: ওমর ফারুক ও দফাদার রফিকুল ইসলাম কে সাথে নিয়ে ১৭ জুন বুধবার রাতে সকলের বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়ে লকডাউন করে দেন।