হোম অন্যান্যসারাদেশ কালাইয়ে সরকারি ১৪ বস্তা চাল জব্দ, আটক ১

কালাইয়ে সরকারি ১৪ বস্তা চাল জব্দ, আটক ১

কর্তৃক
০ মন্তব্য 174 ভিউজ

অনলাইন ডেস্ক :

জয়পুরহাটের কালাইয়ে সরকারি ১৪ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাত্রাই মাজার শরীফ গুচ্ছগ্রামের একটি বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। এ সময় মাত্রাই মাজার শরীফ গুচ্ছগ্রামের শফিকুল ইসলামের ছেলে রানাকে (২৪) আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, মাত্রাই মাজার শরীফ গুচ্ছগ্রামের রানার বাড়িতে সরকারি চাল মজুদ করা হয়েছে এমন খবরের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পুলিশ অভিযান চালায়। পরে রানার ঘর থেকে ১৪ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় রানাকে আটক করা হয়। আটককৃত রানা পুলিশকে জানিয়েছে, জব্দকৃত চালগুলো ত্রাণের ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানান- এনামুল হক নামে এক ব্যক্তি চালগুলো তার বাড়িতে এনে রেখে গেছেন। এনামুল হক সরকারি চালক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান জানান, আটক রানার বাড়ি থেকে সরকারি ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। এনামুল হক নামে এক ব্যক্তি ত্রাণের চালগুলো রানার বাড়িতে এনে রেখে গেছেন বলে রানা জানায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন