জাতীয় ডেস্ক :
দীর্ঘদিন ধরে নেতৃত্বহীনতায় ঝিমিয়ে পড়া বিএনপি আবারও সরব। ‘মদনের মাটি বিএনপির ঘাঁটি, মদনের মাটি বাবরের ঘাঁটি’ এমন নানা স্লোগানের জনশ্রুতিও রয়েছে নেত্রকোনা জেলার বিএনপির রাজনীতি নিয়ে।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে জেলার মদন উপজেলা বিএনপি ও মদন পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার বাড়িভাদেরা গ্রামে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাড়ির আঙিনায় বিএনপি আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল।
উদ্বোধনী অনুষ্ঠানে মদন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হেলিম ভুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। সম্মেলনে বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীরা অংশ নেননি বলে জানায় একাংশ।
এদিকে দলীয় বেশ কয়েকটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিএনপি যোগ্য নেতৃত্বহীনতায় রয়েছে। বর্তমান জেলা আহ্বায়ক কমিটির মাধ্যমে আবারও দলটিকে সুসংগঠিত করার প্রক্রিয়া চলছে।
এ ছাড়াও সম্মেলনে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপিকে নির্মূলের চেষ্টা করছে।