হোম রাজনীতি কারাগারে আওয়ামী লীগ নেতাদের ঈদ

কারাগারে আওয়ামী লীগ নেতাদের ঈদ

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

অনলাইন ডেস্ক:
এক বছর আগেও তারা ছিলেন আলোচনার শীর্ষে, ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন পরিবার-পরিজনের সঙ্গে। কিন্তু সময়ের পরিবর্তনে এবার সেই নেতারা ঈদ কাটাচ্ছেন কারাগারের নির্জন প্রকোষ্ঠে। একসময় যাদের কথায় উঠবস করতেন অনেকে, আজ তারা হাতকড়া পরিহিত অবস্থায় আদালতে হাজির হচ্ছেন।

সরকারের সাবেক পদস্থ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে অন্যতম সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। যিনি একসময় ব্যবসা ও রাজনীতিতে ছিলেন অত্যন্ত প্রভাবশালী, তিনিও এবার কারাগারেই ঈদ পালন করছেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, যিনি একসময় ‘মিস্টার সিদ্ধান্ত’ নামে পরিচিত ছিলেন, তিনিও কারাগারে ঈদ করছেন। তার গ্রেফতারের পর ঢাকার ও ঝালকাঠির বাসা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। আদালতে হাজির হয়ে তিনি বলেন, ‘আমি একজন রাজনীতিবিদ। মামলা চলবে, ভবিষ্যতে আমার বক্তব্য উপস্থাপন করবো।’

এছাড়াও, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, শাজাহান খান, কাজী জাফরউল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির মতো নেতারাও এবার কারাগারে ঈদ কাটাচ্ছেন।

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আদালতে তিনি বলেন, ‘আমার ৭৬ বছর বয়স, চোখের দৃষ্টিশক্তি ৭০ শতাংশ হারিয়ে ফেলেছি। পরিবার সম্পর্কেও কোনও খোঁজ নিতে পারছি না। মৃত্যুর আগ পর্যন্ত আমি আর আওয়ামী লীগের রাজনীতি করবো না।’

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যিনি এক সময় ছিলেন অত্যন্ত প্রভাবশালী, তিনিও এবার কারাগারে ঈদ করছেন। আদালতে হাজিরা দিতে এসে তিনি বলেন, ‘কথা বললেই রিমান্ড ও মামলার সংখ্যা বাড়ে। হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ পরিয়ে আটকে রাখে। কথা বলে কী লাভ?’

এছাড়া আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমসহ জেলা-উপজেলা পর্যায়ের অসংখ্য নেতা এবার কারাগারেই ঈদ উদযাপন করছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন