হোম ঢাকাফরিদপুর কারফিউ শিথিল থাকায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ

কারফিউ শিথিল থাকায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ

ফরিদপুর প্রতিনিধি :

কারফিউ শিথিল থাকায় শহরে বেড়েছে যানবাহনের চাপ। খুলে গেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংকেও লেনদেন হচ্ছে আগের মতই। ফলে স্বাভাবিক হতে শুরু করেছে জীবন যাত্রা।

আজ বৃহস্পতিবার সরজমিন পরিদর্শন কালে দেখা গেছে শহরের বিভিন্ন স্থানের দোকানপাট খুলে গেছে। যথারীতি রিকশা অটোরিকশা মোটরসাইকেল পিক আপ সহ বিভিন্ন যানবাহন চলাফেরা করছে। এছাড়া ‌ বাজারেও বেশিরভাগ দোকান খুলে গেছে।

ব্যবসায়ীরা জানান গত কয়েকদিন কারফিউ এর কারণে তাদের ব্যবসা খুব একটা করা হয়নি প্রথম কয়েকদিন মাত্র দুই ঘন্টা তিন ঘন্টার জন্য দোকান খুলতে হয়েছে তাদের তবে গত দুদিন থেকে থেকে প্রায় পাঁচটা পর্যন্ত থাকায় কারফিউ শিথিল করার কারণে তাদের ব্যবসা ভাল মত করতে পারছেন।

তারা বলেন গত কয়েকদিন কারফিউ চলাকালে শহরে জনসাধারণের চলাচল কমে গিয়েছিল। তবে গত দুইদিন তারা বেচাকেনা করতে পারছেন । ব্যবসায়ীরা আশা করছেন এভাবে স্বাভাবিক অবস্থা বিরাজ করলে তারা তাদের ব্যবসা ভালো মতো করতে পারবেন। এছাড়া কারফিউ শিথিল হওয়ার কারণে শহরের বিভিন্ন স্থানে রিকশা অটোরিকশা মোটরবাইক প্রাইভেট কার মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন চলাচল করতে পারছে। শহরের বাস স্টেশন থেকেও বিভিন্ন রুটে লোকাল গাড়ি গুলি চলাচল শুরু করেছে। এর ফলে শহরে জন সমাগম বাড়ছে। ইতোমধ্যে শহরের বিভিন্ন মার্কেট ফুটপাতের দোকান ও ছোট-বড় শপিংমল গুলো খুলে গেছে সেখানেও মোটামুটি বেচাকেনা হচ্ছে বলে দোকানিরা জানান বলা চলে স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে এখন ফরিদপুর শহর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন