হোম আন্তর্জাতিক কামালা হ্যারিসকে ‘প্রেসিডেন্ট’ বানিয়ে দিলেন বাইডেন!

আন্তর্জাতিক ডেস্ক:

হরহামেশাই বিভিন্ন বিষয়ে গোলমাল পাকিয়ে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি বিশ্ব নেতাদের নামও অনেক সময় ভুলভাল বলেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ‘প্রেসিডেন্ট’ বলে আখ্যা দিয়েছেন বাইডেন।

সোমবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে হকি খেলার টুর্নামেন্ট স্ট্যানলি কাপ ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন ঘটনা ঘটিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসে স্ট্যানলি কাপের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। প্রথা অনুসারে সেখানে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তাকে প্রেসিডেন্ট বলে বসেন বাইডেন।

তিনি বলেন, স্ট্যানলি কাপ-২০২৩ সালের বিজয়ী ভেগাস গোল্ডেন নাইটসসহ আপনাদের সবাইকে হোয়াইট হাউসে স্বাগত। আমরা যেন এই অনুষ্ঠান ঠিকভাবে শেষ করতে পারি, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট হ্যারিস এখানে উপস্থিত রয়েছেন।

বাইডেনের এই বক্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।

এক্সে (সাবেক টুইটার) বাইডেনের ভাইরাল হওয়া এই বক্তব্যের এক ভিডিওতে এক ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি কি এখনো জানেন না প্রেসিডেন্ট কে?’ অপর এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘বাইডেন নিশ্চিত নন যে প্রেসিডেন্ট আসলে কে? তাকে কেউ বলুন, রোনাল্ড রিগ্যান এখনো প্রেসিডেন্ট।’

এর আগে, একবার কামালা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বলেও আখ্যা দিয়েছিলেন বাইডেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন