জাতীয় ডেস্ক :
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মো. মফিজ আলমকে আটক করেছে র্যাব-৩। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-৩ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব জানতে পারে যে, শীর্ষ সন্ত্রাসী মফিজের নেতৃত্বে কিছু সন্ত্রাসী কামরাঙ্গীরচরে সন্ত্রাসী কার্যকলাপ করছে। ওই খবর পেয়ে র্যাব-৩ তদন্ত শুরু করে। সকাল পৌনে ৮টার দিকে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে অবৈধ অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী মো. মফিজ আলমকে আটক করা হয়। এ সময়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মফিজের বরাত দিয়ে র্যাব জানায়, তিনি কামরাঙ্গীরচর এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য অবৈধ অস্ত্র ব্যবহার করে আসছিল। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একটি হত্যা মামলা, দুটি মাদক মামলা, একটি চাঁদাবাজি মামলা, একটি জাল টাকার মামলাসহ পাঁচটি মামলায় রয়েছে। তার বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় আরেকটা মামলা করা হয়েছে।