আবহাওয়া ডেস্ক:
ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কেটে যাওয়ায় কাপ্তাই হ্রদে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন। ঝড়ের প্রভাব কেটে যাওয়ায় ১৩ ঘণ্টা পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে জানমালের ক্ষতি এড়াতে বুধবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে নৌযান চলাচলেরর ওপর যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। বিকেল থেকে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।