হোম জাতীয় কাপ্তাইয়ে পাচারকালে লজ্জাবতী বানর উদ্ধার

জাতীয় ডেস্ক :

রাঙামাটির কাপ্তাইয়ের ব্যাঙছড়ি বিট এলাকা থেকে পাচারকালে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কাপ্তাই বন বিভাগ ‘বেঙ্গল স্লো লরিস’ নামের বানরটি উদ্ধার করে।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, কাপ্তাই জাতীয় উদ্যানের আওতাধীন কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহিন অরণ্য দিয়ে এক ব্যক্তি লজ্জাবতী বানরটি পাচার করছিল। বন বিভাগের সদস্যরা খবর পেয়ে সেখানে গেলে পাচারকারী টের পেয়ে মুখ বন্ধ অবস্থায় একটি বক্স ফেলে দৌড়ে বনের ভেতর পালিয়ে যায়। পরে বক্স খুলে বানরটি উদ্ধার করে কাপ্তাই রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

বন বিভাগের তথ্যমতে, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ বা লজ্জাবতী বানরের জাতটি রয়েছে। সে তালিকায় ২০১৫ সালে এ প্রজাতির বানরকে অতি সংকটাপন্ন উল্লেখ করা হয়।

রেঞ্জ কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানে বানরটি অবমুক্ত করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন