হোম অন্যান্যসারাদেশ কানাইপুরে কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:

সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে বাজারের নাজমা কমপ্লেক্সে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মো: খালেক মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষ্মণ,বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা কৃষকলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য শেখ মো: আকতার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: জুলফিকার আলি মিনু,সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম কামাল। বক্তব্য রাখেন কৃষকলীগের সদস্য মো: মামুন মোল্লা,মো: কাশেম শেখ।মতবিনিময় সভাটি পরিচালনা করেন ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো: আলমগীর গাজী। সভায় বক্তাগন বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষকলীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন