হোম ফিচার কাদেরকে রিজভী: বিএনপির আন্দোলনের বারোটা বাজলে আপনাদের এত ভয় কিসের?

রাজনীতি ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের নিজের বলা কথা নিজেই ভুলে যান। বিএনপির আন্দোলন দেখে তিনি বিভ্রান্ত।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানের লেকশো’র হোটেলে ‘সত্যনিষ্ঠ সাহসী সম্পাদক মাহমুদুর রহমানের সংগ্রাম ও সাংবাদিকতা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমি আগেও বলেছি ওবায়দুল কাদের শারীরিক ও মানসিক দুই দিক দিয়েই অসুস্থ। তিনি বিভ্রান্ত। নিজেই জানেন না কখন কী বলেন। তার উচিত বিশ্রাম নেয়া।’

তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের নিজেই কথা বলে নিজেই ভুলে যান। তিনি ডিমেনশিয়া রোগে ভুগেন। কিছুদিন আগে বলেছেন, বিএনপির আন্দোলনের নাকি বারোটা বেজে গেছে। আবার তিনি প্রায় তার নেতাকর্মীদের বলেন, তোমরা সবাই ঐক্যবদ্ধ হও। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কেউ দেশে টিকে থাকতে পারবে না। বিএনপি ক্ষমতায় এলে দেশে এক লাখ লোক মারা যাবে। বিএনপির যদি আন্দোলনের বারোটা বেজেই যায় তাহলে এসব আশংকা করছেন কেন?’

তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে রিজভী বলেছেন, ‘ওবায়দুল কাদের সাহেব, এখনও সময় আছে, অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করুন। এটি কোনো রাজনৈতিক দলের দাবি নয়, এটি জনগণের দাবি।’

তিনি বলেন, ‘বিএনপির কোনো কর্মসূচি হলেই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। গত আগস্ট থেকে এই আগস্ট অব্দি এক বছরে আমাদের ২০ জন নেতাকে তারা হত্যা করেছে। কেউ চোখ হারাচ্ছেন, পা হারাচ্ছেন, শরীর দগ্ধ হচ্ছে। তারপরও তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এতো এতো বাধা উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ দেখে ওবায়দুল কাদের বিভ্রান্তিতে ভোগেন।’

বাংলাদেশ থেকে নীতি-নৈতিকতা, সত্য কথা, সত্যবাদিতা সব উঠে গেছে মন্তব্য করে রিজভী বলেন, বাংলাদেশ গুম, খুন, অপহরণের রাজ্যে পরিণত হয়েছে। যে সত্য কথা বলে তাকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা নেই, সাংবাদিকদের স্বাধীনতা নেই। দেশে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আজ মাহমুদুর রহমানের মতো মানুষের সাজা পেতে হচ্ছে। শেখ হাসিনার আদালতে এসব সত্যের সাজা হচ্ছে। এটি স্পষ্ট প্রহসন।

গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের মহাসচিব প্রকৌশলী হাছিন আহমেদ ও সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুসহ অন্য নেতাকর্মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন