ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী কাজি আজহার আলি কলেজে অধ্যায়নরত ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন দাড়িয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শেখ আব্দুর রাজ্জাক, শেখ ছিদ্দিকুর রহমান, উপাধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক তপন কান্তি দাস, প্রণব ঘোষ, প্রসেন কুমার বিশ্বাস, প্রভাষক বিকাশ চন্দ্র মজুমদার, মো. মনজরুল ইসলাম, আবুল আহসান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক হাবিবা কুমকুম। অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, বিদায়ী শিক্ষার্থীসহ একাদশ, স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণির ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
