হোম আন্তর্জাতিক কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৬৪

আন্তর্জাতিক ডেস্ক :

কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে গত এক সপ্তাহে নিহত হয়েছেন কমপক্ষে ১৬৪ জন। এ সময়ে গ্রেফতার করা হয়েছে পাঁচ হাজার জনকে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

প্রাথমিকভাবে ভয়াবহ এই সহিংসতায় দেশটিতে প্রায় ১৭ কোটি ৫০ লাখ ইউরো ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। কমপক্ষে ১০০ ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকে হামলা, লুটপাট চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রায় ৪০০ গাড়ি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক বলেছে, সহিংসতায় দুই শিশুসহ মোট ১৬৪ জন নিহত হয়েছেন। ১০৩ জন নিহত হয়েছেন কাজাখস্তানের প্রধান শহর আলমাটিতে।

বর্তমান পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাজাখ প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। এমন পরিস্থিতির মধ্যেই দেশজুড়ে খাবার ও জ্বালানি তেলের ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে।

কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটি। গত কয়েক দিনের টানা বিক্ষোভ আর সহিংসতায় যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো শহর। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের তাণ্ডবের চিহ্ন এখনো দৃশ্যমান। রাস্তায় রাস্তায় পড়ে আছে পুড়ে যাওয়া গাড়ি। ভয় আর আতঙ্কে বাইরে বের হচ্ছেন না কেউই।

প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ দুষ্কৃতকারীদের সরারসি গুলি করার নির্দেশ দেয়ার পর আর কোনো বিক্ষোভ না হলেও দেশজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি। বিক্ষোভকারীদের ধরতে চলছে অভিযান। পরিস্থিতি দ্রুত স্বাভাবিকে ফিরিয়ে আনতে বেশ কিছু পরিকল্পনার কাথা জানিয়েছে কাজাখ সরকার।

শনিবার কাজাখস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে, সহিসংতা দমনে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করায় পুতিনকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দেশটির গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধানকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কমিটি-কেএনবি জানায়, প্রাথমিক তদন্তে বেশকিছু বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় করিম মসোভকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন