হোম জাতীয় ‘কাচ্চি ভাই’র কর্মচারী জিহাদের আয়ে চলতো সংসার, পরিবার এখন নিঃস্ব

‘কাচ্চি ভাই’র কর্মচারী জিহাদের আয়ে চলতো সংসার, পরিবার এখন নিঃস্ব

কর্তৃক Editor
০ মন্তব্য 124 ভিউজ

জাতীয় ডেস্ক:

রাজধানী ঢাকার বেইলি রোডে অগ্নিদগ্ধ হয়ে রেস্টুরেন্টের কর্মচারী জিহাদ শিকদারের (১৯) মৃত্যুতে তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনিতে চলছে মাতম। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পরিবার।

শুক্রবার (১ মার্চ) দুপুরে মরদেহ কালকিনির কয়ারিয়া ইউনিয়নের আলিমাবাদে পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা।

জিহাদ শিকদার আলিমাবাদ গ্রামের জাকির শিকদারের ছেলে।

স্বজনরা জানাস, পরিবারের হাল ধরতে তিন বছর আগে রাজধানী ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে কর্মচারী হিসেবে কাজে যোগ দেন জিহাদ। তার বেতন দিয়েই চলতো সংসার।

জিহাদের ছোটভাই রিয়াদ জানায়, মাদারীপুরের কালকিনির সাহেববারপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজে মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতো জিহাদ। পড়াশোনার পাশাপাশি তার চাকরির টাকায় কোনো রকম চলতো সংসার। জিহাদের সংসারে মা-বাবা ও এক ভাই রয়েছে।

জিহাদের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, জিহাদের মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা নেই। তার পরিবার থেকে কোনো সহযোগিতা চাওয়া হলে, সবসময় পাশে থাকবে প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান ৪৬ জন। এই দুর্ঘটনায় মৃত্যু হয় জিহাদ শিকদার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন