হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালীতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কর্তৃক
০ মন্তব্য 87 ভিউজ

পিরোজপুর অফিস :
কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭হাজার২’শত টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলের কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী থানা পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনা মুলক লিফলেট বিতরণ করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন,২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর ইত্যাদি কসমেটিক্সকে ২হাজার ৫’শত টাকা, চিরাপাড়ায় ঝুকিপূর্ণ ভাবে গ্যাস ও পেট্রোল বিক্রি করার অপরাধে শামীম পেট্রোল এর দোকানকে ২হাজার ৫’শত টাকা, শিয়ালকাঠী চৌরাস্তায় সোহেল স্টোরকে ১হাজার ৫’শত টাকা, জায়েদ স্টোরকে ২হাজার টাকা, তালুকদার হাটে ইয়াসিন স্টোরকে ২হাজার ৫’শতটাকা, অজিৎ সাহাকে দুইশত টাকা, মনির স্টোরকে ৩হাজার টাকা, সুলতান স্টোরকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন