পিরোজপুর অফিসঃ
পিরোজপুরে কাউখালীতে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাউখালী উপজেলা মহিলা পরিষদের আয়োজনে মহিলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।
এ সময় কাউখালী উপজেলা মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, সমাজ সেবক আঃ লতিফ খসরু, সূর্যদয় খেলাঘরের সাধারন সম্পাদক লিটন কর, জাহানুর বেগম, মাহাফুজা মিলি, শামীমা বেগম, ঝুমুর ঘোষ, ছায়া মজুমদার, ঝর্না রানী, সীমা আক্তার, লাভলী আক্তার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা সহিংসতা মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের দাবী করেন।