হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কাউখালীতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কর্তৃক
০ মন্তব্য 72 ভিউজ

পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগে পূবালী-৭ নামে একটি লঞ্চকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমান করেছে। শুক্রবার (৭ আগষ্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা এই জরিমান করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, শুক্রবার মঠবাড়িয়া থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে পূবালী-৭ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে কাউখালী ঘাটে যাত্রী নেওয়ার জন্য লঞ্চটি ভেড়ে। এসময় লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লঞ্চটিকে দশ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে আর কখনো অতিরিক্ত যাত্রী বহন করবেন না বলে মুচলেকা রেখে পরে লঞ্চটিকে ছেড়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক। শুক্রবার কাউখালী লঞ্চ ঘাট থেকে ৫টি লঞ্চ যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা বলেন, পূবালী-৭ লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং লঞ্চটিতে ভবিষ্যতে আর কখনো অতিরিক্ত যাত্রী বহন করবেন না বলে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন