পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপি সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ মার্চ) কাউখালী উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭ পদাতিক ডিবিশনের সৌজন্যে এবং বরিশালের সিএমএইচ’র পরিচালনায় ও ২৬ হর্স শেখ হাসিনা সেনানিবাসের ব্যবস্থাপনায় এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
করোনা ভাইরাস পরিস্থিতিতে সঠিকভাবে চিকিৎসা সেবা বঞ্চিত শতাধিক মানুষ সেনাবাহিনীর এ চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে বেশ খুশি। ক্যাম্পের প্রবেশ মুখের জীবানুনাশক বুথের মাধ্যমে পুরো শরীর জীবানুমক্ত করার পর সাবান দিয়ে হাত ধুয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করে সারিবদ্ধ হয়ে বসে একের পর একজনকে সিরিয়ালে নিয়ে তাদের নানা সমস্যার কথা শুনে পরামর্শ, চিকিৎসা ও ঔধষ দেয়া হয়।
ক্যাপ্টেন এনামুল হকের নেতৃত্বে চিকিৎসা সেবা পরিচালনা করেন মেজর ডা. নাবিদ ও মেজর ডা. আফরোজা। এসময় উপস্থিত ছিলেন সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান এলিজা সাইদ। ক্যাপ্টেন এনামুল হক জানান, করোনা সংকটের কারনে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না, এ কারনে এ চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা ও ঔষধ দেয়া হচ্ছে। এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।