হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে পূজা উদযাপন পরিষদ গঠন, সভাপতি-অলোক, সম্পাদক-বিপুল

পিরোজপুর অফিস :

অধ্যক্ষ অলোক কর্মকারকে সভাপতি এবং বিপুল বরণ ঘোষকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কাউখালী উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার(১৫ অক্টোবর) কাউখালী শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ী প্রাঙ্গনে পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে সন্ধ্যায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। ‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধম নিপেক্ষ রাষ্ট্র চাই’ এই শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে পূজা উদযাপন পরিষদের ইউনিয়ন কাউন্সিলর ও প্রতিনিধিরা যোগ দেন।

এর আগে সকালে প্রথম অধিবেশনে পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন বেপারী,বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট একে এম আব্দুস শহীদ সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পলটন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দোলা গুহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুজ্জামান মিঠু, যুগ্ন-সাধারন সম্পাদক আমিনুর রশীদ মিলটন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি গৌর কুমার রায়, যুগ্ন-সাধারন সম্পাদক তপন বল, যুগ্ন-সাধারন সম্পাদক চন্দ্র শেখর হালদার, উপজেলা পূজা উদযাপন পরিষদেও সাধারন সম্পাদক সুব্রত রায় প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন